যশোরের চৌগাছায় জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিতে আসা এক পরীক্ষার্থীর ঠোঁটে কামড় দিয়ে জখম করেছে এক কলেজছাত্র। মঙ্গলবার সকাল ৯টার দিকে চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ অভিযোগে চৌগাছা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শিহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে তার দুই সহযোগী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের রকমান আলীর ছেলে আলামীন হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাকাপুর দাখিল মাদ্রাসার এক ছাত্রী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে অবস্থান করছিল। এ সময় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের সামাউল ইসলামের ছেলে কলেজছাত্র শিহাব উদ্দিন ওই ছাত্রীকে জাপটে ধরে ঠোঁটে কামড় বসিয়ে দেয়। পরীক্ষার্থীর চিৎকারে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ শিহাব উদ্দিনকে আটক করে। তখন শিহাবের সহযোগী সাগর হোসেন ও আলামীন হোসেন পালিয়ে যায়।
তবে আটক শিহাব উদ্দিন সাংবাদিকদের জানিয়েছে, ওই ছাত্রীকে সে কামড় দেয়নি। তার বন্ধু সাগর কামড় দিয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এসআই দেবাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কলেজছাত্র এখন থানা হাজতে রয়েছে। কলেজ থেকে তার শিক্ষকেরা এসেছিলেন। তারা সবকিছু শুনেছেন। তবে তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে- সেটা এখনই বলা যাচ্ছে না।