ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার দাবিতে শাহবাগের আন্দোলন থেকে শুক্রবার নাসিরনগর অভিমুখে লংমার্চের ঘোষণা এসেছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে অবরোধ আপাতত প্রত্যাহার করা হয়েছে।
তিন দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার সকালে ফের শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত শুক্রবার দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় ঘটনার ইন্ধনদাতা, হামলাকারীদের বিচার ও মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা।
দাবি আদায়ে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। ওই আল্টিমেটাম শেষে আজ আবার সড়ক অবরোধ করা হয়।