মিলানের কাঁধে নিঃশ্বাস জুভেন্টাসের

মিলানের কাঁধে নিঃশ্বাস জুভেন্টাসের

সিরি ‘আ’ লিগে নাপোলিকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল এসি মিলানের সঙ্গে ব্যবধান কমিয়ে প্রতিযোগিতা জমিয়ে দিয়েছে ওল্ড লেডিরা। মিলানের থেকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় সেরা তুরিনের এ দলটি।

ঘরের মাঠে চার মিনিটেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। স্বাগতিক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর চমৎকার ক্রস জালে জড়াতে ব্যর্থ হন ফেরোয়ার্ড মার্কো বরিলো। এরপর প্রথমার্ধে আর কোন সুযোগ কাজে লাগাতে পারেনি উভয় পক্ষ।

বিরতির পর ৫৩ মিনিটে প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি করেন স্বাগতিক ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিদাল। এই গোলের ৮ মিনিট পর নাপোলির কফিনে শেষ পেরেক ঠুকেন ফ্যাবিও ক্যাগলিয়ারেয়া। তবে ম্যাচের শেষ মূহুর্তে আরেকবার লজ্জা পেতে হয় সফরকারীদের। মিডফিল্ডার হুয়ান কামিলোর রেড কার্ডের জন্য দশ জনের দলে পরিণত হয় নাপোলি।

৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে এসি মিলান। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। তালিকায় নাপোলির অবস্থান চতুর্থ।

খেলাধূলা