ভারতীয় ক্রিকেট সম্প্রচার স্বত্ব স্টার টিভির

সনি টিভিকে পেছনে ফেলে ভারতীয় ক্রিকেট সম্প্রচার স্বত্ব জিতে নিয়েছে মিডিয়া মুঘল রুপার্ট মারডকের মালিকানাধীন স্টার গ্রুপ। ২০১২-২০১৮ সাল পর্যন্ত সাত বছরে ৯৬টি ম্যাচ সম্প্রচারের জন্য স্টার টিভি ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে ৩৮৫১ কোটি রুপী (প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার)।

২০১১ সালে বিসিসিআই নিম্বাসের সঙ্গে টিভি সম্প্রচার চুক্তির অবসান ঘটানোর পর বোর্ডের টেন্ডারে কেবল সনি ও স্টার গ্রুপ-ই অংশ নেয়। নতুন চুক্তিতে প্রতিটি ম্যাচের জন্য প্রায় ৪০ কোটি রুপী দেবে স্টার গ্রুপ। আগের চুক্তি অনুযায়ী নিম্বাস ম্যাচ প্রতি দিতো ৩২.২ কোটি রুপী। যদিও স্টার গ্রুপ টিভি সম্প্রচারের পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট সম্প্রচারের স্বত্বও পাচ্ছে।

গত বছর ভারতীয় বোর্ড ইন্টারনেট স্বত্ব আলাদা করে বিক্রির প্রয়াস চালায়। প্রথমে প্রতি ম্যাচের জন্য বেস প্রাইস তিন কোটি রুপী নির্ধারণ করা হলেও পরে সেটি কমিয়ে দুই কোটি রুপী করা হয়। কিন্তু উচ্চ মূল্যের কারণে এ বিষয়ে কেউই আগ্রহ দেখায়নি।

খেলাধূলা