২০২৪ সালে প্যারিসে অলিম্পিক আয়োজনের জন্য শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ তত্ত্বকে কেন্দ্রীয় বাণী হিসেবে নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল (রোববার) ঢাকায় ইউনূস সেন্টার হতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলিম্পিক আয়োজনের জন্য প্যারিসের প্রার্থিতার একটি অন্যতম স্তম্ভ হিসেবে সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করতে ড. মুহাম্মদ ইউনূস, প্যারিসের মেয়র মিস অ্যান হিদালগো এবং ক্যানডিডেট সিটি ফর দ্য অলিম্পিকসের প্রেসিডেন্ট ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত ৮ নভেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার আরো জানিয়েছে, প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র লক্ষ্য হচ্ছে- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ।