ভক্তরাই মনে রাখবে হুমায়ূন আহমেদকে

গাজীপুর: ‘আমার মনে হয় না, হুমায়ূন আহমেদকে মনে রাখার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। কারণ তিনি যে লেখা রেখে গেছেন, তা অবশ্যই পাঠককে পড়তে হবে। যে পাঠক তার লেখা একবার হাতে নেবে, সেটা পড়া শেষ না করে হাত থেকে নামাবে না। পাঠক ও ভক্তরাই তাকে মনে রাখবে।’

রোববার (১৩ নভেম্বর) সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের সঙ্গে আলাপকলে এ কথা বলেন।

এর আগে তিনি নুহাশ পল্লীতে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকীতে লেখকের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান। পরে শাওন মোমবাতি প্রজ্জ্বলন, কবর জিয়ারত, দোয়া করেন এবং জন্মদিনের কেক কাটেন।

এ সময় মেহের আফরোজ শাওনের সঙ্গে তার দুই সন্তান নিশাত-নিনিতসহ হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

শাওন বলেন, এ পর্যন্ত হুমায়ূন আহমেদের রচনা সমগ্রের অষ্টম খণ্ড বের হয়েছে। এরপর নবম ও দশম খণ্ড বের হবে। হুমায়ূন আহমেদের কাজগুলো নিয়ে মনে হয় না আমাদের কিছু করতে হবে।

বিনোদন