ঢাকা: বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) অংশ নিতে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০১৯ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের নিয়ে মরক্কোর মারাকাস শহরের উদ্দেশে রওয়ানা হবেন। মরক্কো সময় বিকেল সাড়ে ৪টার দিকে তার মারাকাসের মিনারা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে পৌঁছানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হবে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে তাকে সফরকালীন আবাসস্থল হোটেল লা মামুনিয়াতে নেওয়া হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী মারাকাসের কপ-২২ সম্মেলন স্থলে যাবেন। সেখানে তাকে মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব প্যাট্রিসিয়া এসপিনোসা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
স্থানীয় সময় সকাল ১০টায় বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা।
দুপুরে মারাকাসের রয়্যাল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন।
বিকেলে জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
বুধবার (১৬ নভেম্বর) সকাল স্থানীয় সময় সকাল ৭টায় মারাকাসের মিনারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।