মালির উত্তরাঞ্চলীয় সাহারা মরু এলাকায় অবস্থিত ঐতিহাসিক তিমবাকটু শহর দখল করে নিয়েছে তুয়ারেগ বিদ্রোহীরা। মালির উত্তরাঞ্চলীয় আজওয়াদ অঞ্চল নিয়ে একটি স্বাধীন আবাসভূমি গঠনের জন্য দশকেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে আসছে স্থানীয় তুয়ারেগ উপজাতীয় যোদ্ধারা।
সামরিক অভ্যুত্থানের কারণে গত এক সপ্তাহ ধরে মালিতে চলমান অচলাবস্থার সুযোগে বিদ্রোহীরা শহরটিকে দখল করে নিলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
তিমবাকটুর স্থানীয় পার্লামেন্ট সদস্য এল হাজ্ব বাবা হায়দারা জানান বিদ্রোহীরা শহরে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থানে তাদের পতাকা উড়িয়েছে।
বিদ্রোহীরা শহরের মেয়র ও গভর্নরের অফিস সহ প্রধান সামরিক ক্যাম্পে তাদের পতাকা উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে শহরের স্থানীয় অধিবাসীরা।
তিমবাকটু দখলের মধ্য দিয়ে নিজেদের লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে বিদ্রোহী ন্যাশনাল মুভমেন্ট ফর আজওয়াদ (এমএনএলএ)’র রাজনৈতিক শাখার মুখপাত্র বলেন,‘আজওয়াদের সীমান্ত অতিক্রম করা আমাদের লক্ষ্য নয়। আমরা মালির সরকারের জন্য আর কোন সমস্যা সৃষ্টি করতে চাইনা। আমরা চাইনা মানুষ মনে করুক আমরা যুদ্ধের জন্য ক্ষুধার্ত, যে মুহূর্ত থেকে কাঙ্খিত ভূখন্ড স্বাধীন হওয়ার মাধ্যমে আমাদের উদ্দেশ্য পূরন হয়েছে সেই মুহূর্ত থেকে আমরা থেমে গেছি।’
নিকটবর্তী গ্যারিসন শহর গাও দখল করার পর পরই মূলত তিমবাকটু বিদ্রোহীদের দখলে আসে। তিমবাকটু দখলের মাধ্যমে বিদ্রোহীদের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরন হলো জানিয়েছে সংবাদমাধ্যম।