নিউজিল্যান্ডে সুনামির আঘাত, থাকবে কয়েক ঘণ্টা

নিউজিল্যান্ডে সুনামির আঘাত, থাকবে কয়েক ঘণ্টা

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পের ফলে জারি করা সুনামি সর্তকতার পর নিউজিল্যান্ডে সুনামি আঘাতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র জানায়, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকৌরা উপকূলে ২.৫ মিটারের একটি সুনামি আঘাত হেনেছে। সর্তকতা জারির পর একটি প্রথম সুনামি বলে চিহ্নিত করা হয়েছে।

তবে প্রথম সুনামিটি ছোট আকারের হলেও আগামী কয়েক ঘণ্টা সুনামির ঘটনা অব্যাহত থাকার আশঙ্কার কথা বলেছে সর্তকতা কেন্দ্র।

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত কমপক্ষে আরো ৬টি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ বা তার চেয়েও বেশি মাত্রার ভূমিকম্প ছিল বলে জানা গেছে।

অন্যান্য