রাজধানীর পল্লবী থানাধীন বিহারী এলাকার পৃথক স্থান থেকে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী-১০ নম্বর ১৯/এ ওয়াপদা বিল্ডিং সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পল্লবী থানার ডিউটি অফিসার ইয়াসমিন আক্তার জানান, বেলা দেড়টার দিকে ৪নং ওয়াপদা বিল্ডিংয়ে পাশের একটি টিনশেট ঘর থেকে শাকিলা (১৪) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় পাশেই ৫নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশে নিচে একটি টিনশেড ঘর থেকে আব্দুল করিম নামে অপর এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিহত শাকিলার মা গরিয়া বেগমের বরাত দিয়ে পল্লবী থানার এসআই গোলাম মোস্তফা জানান, তিনি গার্মেন্টেসে চাকরি করেন। প্রতিদিনের মতো তিনি আজ সকালে গার্মেন্টসে যান। দুপুরে খবর পেয়ে বাসায় ফিরে দেখেন সাকিলা গলায় রশি লাগানো অবস্থায় ঝুলছে।
গরিয়া বেগম জানান, পারিবারিক কোনো কলহও ছিল না। মেয়ের আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারছি না।
অন্যদিকে পল্লবী থানার এসআই আবু সাঈদ জানান, ৫নং ওয়াপদা বিল্ডিংয়ের পাশে একটি টিনশেড ঘরে আত্মহত্যা করেন আব্দুল করিম (২০) নামে এক তরুণ। তার গ্রামের বাড়ি ঝালকাঠি। তিনি বাসের হেলপার। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।