এইচএইচডিআর ভিডিও ইউটিউবেডিআর ভিডিও ইউটিউবে

এইচএইচডিআর ভিডিও ইউটিউবেডিআর ভিডিও ইউটিউবে

42এইচডিআর (হাই ডাইনামিক রেঞ্জ) প্রযুক্তিতে তৈরি ভিডিও সুবিধা চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা চালুর ফলে এখন অনলাইনেই এইচডিআর প্রযুক্তির ভিডিও দেখা যাবে।

তবে এই সুবিধা শুধু এইচডিআর প্রযুক্তি-সমর্থিত ডিভাইস দিয়েই পাওয়া যাবে। কয়েক মাস আগে নেটফ্লিক্স এবং আমাজন ভিডিও নিজেদের সাইটে এইচডিআর ভিডিও সুবিধা চালু করে।

বিজ্ঞান প্রযুক্তি