সব হিসেব উড়িয়ে দিয়ে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে বসবাসকারী মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনের পরের দিন যুক্তরাষ্ট্রের মুসলিমরা বিপজ্জনক মাত্রার ভীতি প্রকাশ করেছেন।
মুসলিমদের অনেকেই বলছেন, তাদের হিজাব না পড়ার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। এর আগে, নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মুসলিমদের প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেন। একই সঙ্গে মুসলিমদের তীব্র সমালোচনাও করেন তিনি।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলছে, ট্রাম্পের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। একজন টুইটে লিখেছেন, বর্ণবাদী প্রতিহিংসামূলক হামলার আশঙ্কায় তার মা তাকে হিজাব পড়তে সতর্ক করেছেন।