অবেশেষে বহুল প্রতিক্ষীত ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালের পর্দা উঠতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় শিল্পীদের নিয়ে লোক সংগীতের এই আসর।
দেশজুড়ে সাড়া জাগানো উৎসবটি এবারে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে সান ইভেন্টস। তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬’ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এরইমধ্যে সবরকম প্রস্তুতি শেষ হয়েছে। এখন কেবলই আনুষ্ঠানিক ঘোষণায় পর্দা উঠার পালা।
এখানে গাইবেন দেশ-বিদেশের শতাধিক লোকশিল্পী। আজ প্রথমদিনের আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। তিনি মঞ্চে আসবেন প্রথম দিনের শেষ শিল্পী হিসেবে। তার আগে মঞ্চ মাতাবেন আবদুর রহমান বাউল, টুনটুন বাউল, পাকিস্তানের জাভেদ বশির এবং বাংলাদেশের শিল্পী ফরিদা ইয়াসমিনের সঙ্গে মঞ্চে আসবেন যুক্তরাজ্যের সাইমন থ্যাকার্স সাভারা কান্তি এবং ভারতের রাজু দাস বাউল। রাত ১২টা পর্যন্ত চলবে উৎসবে গান পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে আসতে না পারা দর্শকরা মাছরাঙা টেলিভিশনের পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে লাইভ উপভোগ করতে পারবেন মেরিল নিবেদিত ঢাকা ফোক ফেস্ট-২০১৬।