চার মাসে এডিপি বাস্তবায়ন ১৪ শতাংশ

চার মাসে এডিপি বাস্তবায়ন ১৪ শতাংশ

35চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তয়বায়নের হার ১৪ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ১৬ হাজার ৭৭২ কোটি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর শের-ই বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী জানান, এডিপি বাস্তবায়ন আগের দুই অর্থবছরের তুলনায় বেড়েছে। এরমধ্যে বৈদেশিক সহায়তার চেয়ে দেশীয় অর্থের ব্যবহার বেশী হয়েছে।

এডিবি বাস্তবায়নের হার বিগত ২০১৪-১৫ অর্থবছরের অক্টোবর পর্যন্ত ছিল ১৩ শতাংশ (১১ হাজার ২০০ কোটি টাকা)।  ২০১৫-১৬ অর্থবছরে ১১ শতাংশ (১১ হাজার ৫০০ কোটি টাকা)। চলতি অর্থবছরে এই হার দাঁড়িয়েছে ১৪ শতাংশে (১৬ হাজার ৭৭২ কোটি টাকা)।

অর্থ বাণিজ্য