শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি

শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি

19খুব শিগগিরই নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি।

এই বৈঠকের জন্য ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি শাহলাব কুমার উদ্যোগ নিয়েছেন বলে জানানো হয়েছে। মূলত তার হাত ধরেই এক সঙ্গে বসতে চলেছেন এই দুই রাষ্ট্রপ্রধান। তবে এই বৈঠক কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শাহলাব কুমার সাংবাদিকদের জানিয়েছেন, নরেন্দ্র মোদিকে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের মধ্যেই তারা বৈঠক করবেন।

তিনি আরো বলেন, ব্রিটেনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর হতে চলেছে ভারতের। আগামী চার-পাঁচ বছর সেই সম্পর্ক আরো ভালো হবে বলেও দাবি করেন শাহলাব।

আন্তর্জাতিক শীর্ষ খবর