রবি’র সহযোগিতায় কম্পিউটার প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

রবি’র সহযোগিতায় কম্পিউটার প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

সৃজনশীল ও জীবনধর্মী কার্যক্রমে মেধাবীদের উৎসাহ দিতে কম্পিউটার প্রোগ্রামিং, কুইজ ও ফান প্রতিযোগিতার আয়োজন করে মালেশিয়ার পারদানা কলেজের ঢাকা ক্যাম্পাস।

শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এর টাইটেল স্পন্সর ছিলো মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ান রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন বিন সাবেহ। বিশেষ অতিথি ছিলেন রবি’র চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাবউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ড. ওয়াং কা হিয়েং।

প্রতিযোগিতায় ঢাকা ও জাহাঙ্গীরনগরসহ প্রথম সারির ১০টি বিশ্ববিদ্যালয় এবং নটরডেম, রেসিডেনসিয়াল মডেল ও সেন্ট যোসেফসহ ১৫টি কলেজ অংশগ্রহণ করে। বিজয়ীদেরকে প্রাইজমানি, পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র ভিপি-অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট রিজওয়ান হামিদ কোরেশী, জি এম-রিসোর্সিং শারমিন সুলতান ও স্পেশালিস্ট এইচ আর, নবিউল আহসান।

অর্থ বাণিজ্য