পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৫০ পয়সা। সম্পদ পুনর্মূল্যায়নের পর এনএভি হয়েছে ৪১ টাকা ৬৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ ডিসেম্বর বেলা ১১টায় গাজীপুরের কাশিমপুর কারখানায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।