সিরাজগঞ্জে স্থগিত হওয়া ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। এর মধ্যে দুটি ইউনিয়নে নতুন এবং ছয়টি ইউনিয়নে আংশিক নির্বাচন হবে।
এই ৮ ইউনিয়নের ২৯ ভোটকেন্দ্রে মোট ৫১ হাজার ৮৫৮ জন ভোটার ভোট দেবেন। এরই মধ্যে এসব ইউনিয়নে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে জেলার শাহজাদপুর উপজেলার গালা, রুপবাটি, কৈজুড়ি ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের একটি করে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। স্থগিত হওয়া এই কেন্দ্রগুলোতে আগামী ১২ নভেম্বর আবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া আদালতের নিষেধাজ্ঞার কারণে উল্লাপাড়া উপজেলার বড়হর ও বেলকুচি উপজেলার বরধুল ইউনিয়নে ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই দুটি ইউনিয়নেও আগামী ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব মোতায়েন করা হবে। একাধিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত থাকবে।