আমি দুঃখিত, আমরা জিততে পারিনি: হিলারি

আমি দুঃখিত, আমরা জিততে পারিনি: হিলারি

helareঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সদ্য পরাজিত ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমরা জিততে পারিনি। এই দুঃখ আমার দীর্ঘদিন থাকবে।

বুধবার (০৯ নভেম্বর) বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটের দিকে নিউইয়র্কে তিনি এ কথা বলেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্পকে অনেক ধন্যবাদ। আশা করবো, তিনি আমেরিকার জন্য ভালো প্রেসিডেন্ট হবেন।

ট্রাম্পের সঙ্গে মিলে দেশের হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে সমর্থক ও দেশের নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।

হিলারি বলেন, এই নির্বাচন আমেরিকার সবার জন্যই একটি বড় বিষয়। একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের মূল্যবোধকে সুরক্ষিত করবো।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমাদের লক্ষ্য। এর আগে আমেরিকাতে এভাবেই হয়ে এসেছে এবং এবারও তাই হবে।

যতোটা ভেবেছিলাম, আমেরিকা এর চেয়েও গভীরভাবে বিভক্ত হয়ে আছে, যোগ করেন হিলারি।

সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি জানি, এ নিয়ে আপনাদের হতাশা কাজ করছে। কিন্তু আমাদের ক্যাম্পেইন একজন ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিলো না। এটা ছিলো আমাদের দেশের জন্য, যাকে আমরা ভালোবাসি এবং ভবিষ্যতেও তা চলতে থাকবে।

এর আগে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৮৯ ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল কলেজ।

একই সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান শিবির।

আন্তর্জাতিক