ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত মায়ানমার এয়ার ফোর্সের কমান্ডার ইন চিফ জেনারেল খিন আং মাইন্ট (Khin Aung Myint)।
বুধবার (০৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে সহযোগিতাপূর্ণ সুসর্ম্পককে গুরুত্ব দেয়।
তিনি বলেন, ‘মায়ানমারের সঙ্গে আমাদের সর্ম্পক ঐতিহাসিক। সমুদ্র ও সীমান্তপথে দুই দেশের অনেক বাণিজ্য হয়’।
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই কখনোই বাংলাদেশ তার মাটি নাশকতামূলক কর্মকাণ্ডে কিংবা প্রতিবেশীদের ক্ষতি করতে ব্যবহার হতে দেবে না।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের পাবর্ত্য অঞ্চলের কথা তুলে ধরে বলেন, ‘আমাদেরও এক সময় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে সমস্যা হয়েছিলো। আমরা কোনো তৃতীয় পক্ষ ছাড়াই দ্বিপাক্ষিকভাবে সমাধান করেছি’।
সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন জেনারেল মাইন্ট।
তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে ইচ্ছা প্রকাশ করেন মায়ানমারের এয়ার ফোর্সের কমান্ডার ইন চিফ।
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে নাগরিকদের বাঁচাতে বাংলাদেশের সাইক্লোন সেন্টার ব্যবস্থার প্রশংসা করে এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ মাইও মাইন্ট (U Myo Myint)।