শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ে রংপুরের জয়

শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ে রংপুরের জয়

rongpurমিরপুর থেকে: মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে সহজেই জয় পেল রংপুর রাইডার্স। ১২৫ রানের স্বল্প টার্গেটে খেলতে নেমে আফগান এ ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে দলীয় ১৫তম ওভারেই নয় উইকেটের জয় তুলে নেয় রংপুর।

৫২ বলে তিন ছয় ও ১১ চারের সাহায্যে ৮০ রান করে অপরাজিত থাকেন শাহজাদ। ১২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।

এদিন শুরুটাও দারুণ করে রংপুর রাইডার্স। দলীয় ৭৭ রানের মাথায় সৌম্য সরকারকে হারায় দলটি। চিটাগং বোলারদের এই একটিই সান্তনা। সৌম্য’র উইকেটটি নেন তামিল মিলস।

এর আগে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে চিটাগং ভাইকিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন শোয়েব মালিক।

বাজে শুরু করা চিটাগংয়ের হয়ে কোনো ব্যাটসম্যানই এদিন জ্বলে উঠতে পারেননি। অপরদিকে দুর্দান্ত বোলিং করেন রংপুরের বোলাররা। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন।

এর আগে শোয়েব মালিককে হারিয়ে বিপর্যয়ে পড়ে চিটাগং ভাইকিংস। রান আউটের শিকার হন এ ব্যাটসম্যান। তবে ১৬তম ওভারে দলীয় শতক পূর্ণ করেছে দলটি।

৮২ রানে দলীয় পঞ্চম উইকেট হারায় চিটাগং ভাইকিংস। জহুরুল ইসলাম ও মোহাম্মদ নবী দ্রুত ফিরে গেলে বিপর্যয় সৃস্টি হয় চিটাগং শিবিরে।

রান আউটের শিকার হয়ে ফিরেন আনামুল হক। এরই মধ্যে চিটাগং ভাইকিংসের তৃতীয় উইকেটের পতন হলো। আনামুল ১৬ বলে চারটি চারের সাহায্যে ২৫ রান করেন। পরে জহুরুলকে ফেরান আরাফাত সানি ও নবীকে আউট করেন রুবেল হোসেন।

দারুণ বোলিং করে চিটাগংয়ের দুই ওপেনার তামিম ইকবাল ও ডোয়েন স্মিথকে ফেরান রংপুর রাইডার্সের স্পিনার সোহাগ গাজী।

দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। দলটির এটি প্রথম ম্যাচ। আর চিটাগংয়ের দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল চট্টগ্রাম।

খেলাধূলা