পাচার হওয়া ৬৫ বাংলাদেশি লিবিয়ায় উদ্ধার

পাচার হওয়া ৬৫ বাংলাদেশি লিবিয়ায় উদ্ধার

13বাংলাদেশ থেকে পাচার হওয়া ৬৫ জনকে উদ্ধার করেছে লিবিয়ার পুলিশ। এ ঘটনায় জড়িত থকার দায়ে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো- মানব পাচার চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য, তার সহযোগী মো. ওলিয়ার রহমান, সুমন শরীফ ও হাফিজুল শেখ।

Libiya

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় ছবিসহ দেয়া পোস্টে উল্লেখ করা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদের এনে তাদের গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করতো বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন আগতদের মধ্যে কিছু কর্মীকে অবৈধভাবে সাগর পথে ইতালি পাঠানোর কাজেও জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

এই প্রমাণের ভিত্তিতে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় এবং ৬৫ জন নতুন বাংলাদেশি কর্মীকে বন্দিশালা থেকে মুক্ত করতে সক্ষম হয়। সেই অভিযানে ওই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে।

গত ৩১ অক্টোবর লিবিয়ায় আরো তিন বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া তিন ব্যক্তি ছিলেন মনির ভাণ্ডারি, ইমরান ও তাজুল ইসলাম। তারাও লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছেন।

অন্যান্য