এক কেন্দ্রে ১ মিনিটেই ভোট শেষ, জয়ী হিলারি

এক কেন্দ্রে ১ মিনিটেই ভোট শেষ, জয়ী হিলারি

7যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রহরের ভোট শেষ হয়েছে।

এক মিনিটেই একটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়। এর কিছুক্ষণের মধ্যে ফলাফলও পাওয়া গেছে।

এতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিগুণ ভোটে হারিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

অবশ্য অন্য একটি কেন্দ্রে হিলারিকে চারগুণ ভোটে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোটের চিত্রকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করার ঐতিহ্য রয়েছে।

সাধারণতঃ একশ’ জনেরও কম ভোটার আছেন এমন শহরে মাঝরাতে ভোট দিতে দেয়া হয়।

৮ নভেম্বর প্রথম প্রহরেই যুক্তরাষ্ট্রের নিউহাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে ভোট গ্রহণ করা হয়।

শহরটিতে ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  এর মধ্যে হিলারি ক্লিনটন চারটি, ডোনাল্ড ট্রাম্প দু’টি এবং লিবারটারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন একটি ভোট।

এদিকে ব্যালট পেপারে ম্যাসাচুয়েটসের সাবেক গভর্নর এবং ২০১২ সালে রিপাবলিকান প্রার্থী মিট রমনির নাম না থাকলেও তার নাম লিখে তাকে ভোট দেন এক ভোটার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। এবার ৮ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৬ জন ছিলেন পুরুষ এবং দু’জন নারী।

ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিনেট নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এতে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী কেলি অ্যায়েট এবং নিউহাম্পশায়ারের গভর্নর ও ডেমোক্রেট প্রার্থী ম্যাগি হাসান চারটি করে ভোট পেয়েছেন।

এদিকে নিউহাম্পশায়ারের আরেক কেন্দ্র মিলসফিল্ডে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ১৬ ভোট এবং ক্লিনটন পেয়েছেন চার ভোট।

ক্যারল কান্টির হার্টস লোকেসন কেন্দ্রে হিলারি ১৭ ভোট এবং ট্রাম্প ১৪ ভোট পেয়েছেন।

আন্তর্জাতিক শীর্ষ খবর