শাহজালালে নিহত আনসারের পরিবার পাবে ৭ লাখ টাকা

শাহজালালে নিহত আনসারের পরিবার পাবে ৭ লাখ টাকা

6হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য সোহাগ আলীর (৩২) পরিবারকে সাত লাখ টাকা নগদ সহায়তা দেয়া হবে।

জানা গেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সব সংস্থার সঙ্গে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় শাহজালালের ভিআইপি টার্মিনাল চামেলি’র সম্মেলন কক্ষে জরুরি বৈঠক করেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এতে দেশের সব গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আনসারের পক্ষ থেকে নিহত সোহাগের পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা, বেবিচকের পক্ষ থেকে এক লাখ টাকা এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা দেয়ার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও ওই ঘটনায় আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দেবে বেবিচক।

রোববারের ওই ঘটনায় জিয়াউর রহমান নামে এক আনসার সদস্য এবং আশিক ও ইশতিয়াক নামের দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য আহত হন।

বাংলাদেশ