অতি-পারমাণবিক কণা নিউট্রিনো আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে এই আবিষ্কার এবার আরো প্রতিষ্ঠিত হলো। একই বিজ্ঞানীদের দ্বিতীয়বার পরীক্ষায় অভিন্ন ফলাফল পাওয়া গেছে বলে জানা গেছে।
এখন অন্য পরীক্ষার মাধ্যমেও যদি একই ফলাফল পাওয়া যায় তাহলে আধুনিক পদার্থবিদ্যার মৌল নীতিই পরিত্যাক্ত হয়ে যাবে।
গত সেপ্টেম্বরে যখন প্রথম এমন একটি পরীক্ষার মাধ্যমে এই আবিষ্কার হয় তখন সমালোচকরা বলেছিলেন, নিউট্রিনোর দীর্ঘ গুচ্ছ নিয়ে পরীক্ষায় ভুল থাকার সম্ভাবনা রয়েছে।
তাই এবারের পরীক্ষায় অনেক ছোট আকারের নিউট্রিনো গুচ্ছ ব্যবহার করা হয়েছে।
পরীক্ষণের পর্যবেক্ষণ প্রকাশের জন্য হাই এনার্জি ফিজিক্স সাময়িকীতে পাঠিয়েছেন বিজ্ঞানীরা। তবে বিশ্বের অন্য বিজ্ঞানীরা এখনও এই ফলাফল পর্যালোচনা করেননি।
শূন্য মাধ্যমে আলোর গতির চেয়ে বেশি গতিতে চলতে পারে এমন কিছু মহাবিশ্বে নেই- এটি আধুনিক পদার্থ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ স্বীকার্য।
এই স্বীকার্যটি প্রথম প্রতিষ্ঠিত করেন কোয়ন্টাম তত্ত্বের জনক জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। পরে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিতা তত্ত্বের অপরিহার্য স্বীকার্য হয়ে উঠে এটি।
বিজ্ঞানীদের এই পরীক্ষা সত্য প্রমাণিত হলে দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত কার্যকারণের ধারণায়ই পাল্টে যাবে।