পর্দা নামলো আয়কর মেলার : ট্যাক্সনেট বাড়ানোর তাগিদ

পর্দা নামলো আয়কর মেলার : ট্যাক্সনেট বাড়ানোর তাগিদ

35দেশের উন্নয়নে ট্যাক্সনেট বাড়াতে হবে। ট্যক্স যত বাড়বে উন্নয়নের চাকা ততই ঘুরবে। এ জন্য দেশব্যাপি আয়কর মেলার সংখ্যা ও পরিধি বাড়াতে হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপি আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়েল (অর্থবিভাগ) সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়েল সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, ৭ দিনের এই মেলায় ৯ লাখ মানুষ সেবা নিয়েছে। যা আগের বছরের তুলনায় ২২ ভাগ বেশি। রির্টান জমা দিয়েছে ২ লাখ; এটিও গত বছরের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৭৩ হাজার কোটি টাকা। ৭ দিনেই ২ হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে। এটি বিরাট ব্যাপার। এখন উচিত হলো প্রয়োজনে সারাদেশে মেলার সংখ্যা দ্বিগুণ করা। আয়ও বেশি হবে।

মোহাম্মাদ শফিউল আলম বলেন, আগে মানুষ কর দিতে ভয় পেত। এখন ভয় পায় না। কারণ, এনবিআর মানুষের এই ভীতি দূর করেছে।

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার দেশের ৮টি বিভাগে ৭ দিন, সকল জেলায় ৪ দিন, ৮৬টি উপজেলা শহরে ২ দিন করে দেশের মোট ১৫০টি স্পটে উৎসব মুখর পরিবেশে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শেষ দিনেও করদাতাদের ভিড় ছিল লক্ষণীয়।

বাংলাদেশ