৪০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ন্যাশনাল ব্যাংক

৪০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ন্যাশনাল ব্যাংক

18পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। সাব-অর্ডিনেটেড বন্ডটির আকার হবে ৪০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মূলধনের প্রয়োজন ও মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করবে। ব্যাংকটি ব্যাসল-৩ এর অধীনে বন্ডটি ইস্যু করবে। তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে তারা।

উল্লেখ্য, ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে ৩০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৩৮ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

অর্থ বাণিজ্য