ঝুঁকিতে আছেন নেইমার-সুয়ারেজ

ঝুঁকিতে আছেন নেইমার-সুয়ারেজ

7স্প্যানিশ লা-লিগার ম্যাচে রোববার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ওই ম্যাচে গোলের দেখা না পেলেও শুরুতে পিছিয়ে পড়া বার্সাকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেইমার। অর্থাৎ লিওনেল মেসির গোলটিতে অ্যাসিস্ট করেছেন নেইমার। আর লুইস সুয়ারেজ করেছেন জয়সূচক গোলটি।

তবে প্রতিপক্ষের মাঠে ম্যাচটির ১০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেছেন নেইমার, যা তাকে ঠেলে দিয়েছে ঝুঁকিতে। এর জন্য এল ক্লাসিকো মিস করতে পারেন তিনি। চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো হলুদ কার্ড দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সেভিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ফ্রাঙ্কো ভাজকুইজকে বাজেভাবে ট্যাকেল করেন নেইমার। আর তাতে রেফারি নেইমারকে হলুদ সংকেত দেন। লা-লিগার নিয়মানুযায়ী, মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে ওই খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

এদিকে লুইস সুয়ারেজও এরই মধ্যে চারটি হলুদ কার্ড দেখে ফেলেছেন। তাই ঝুুঁকিতে আছেন তিনিও। সেভিয়ার বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটের মাথায় উরুগুইয়ান এই স্ট্রাইকার হলুদ কার্ড দেখেছেন।

খেলাধূলা