প্যারিস মাস্টার্সের ফাইনাল উঠলেই পেয়ে যেতেন কাঙ্ক্ষিত সাফল্য। তবে সেই কাজটা আরও সহজ করে দিলেন মিলোস রাওনিক। ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় ফাইনালে উঠে গেলেন বৃটিশ তারকা মারে। আর এতেই নোভাক জোকোভিচকে সরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন বৃটিশ এই তারকা।
এরই সঙ্গে র্যাংকিংয়ের শীর্ষস্থানে জোকোভিচের দুই বছরের বেশি সময়ের রাজত্বের অবসান ঘটলো। ২০১৪ সালের জুলাই থেকে শীর্ষে ছিলেন এই সার্বিয়ান তারকা।
এ সম্পর্কে বৃটিশ তারকা বলেন, `সপ্তাহের শুরুতে যে ধরণের নার্ভাসনেস ছিল সেটা আজ ম্যাচের শুরুতেও ছিল। কিন্তু একবার সেটা কাটিয়ে উঠতে পেরেই আমি সামনে এগিয়ে গেছি। এখানে আমি বাড়তি কোন চাপ নেইনি। কারন আমি জানি এই ধরণের সুযোগ ভবিষ্যতেও আসবে।`
২০১৬ সালে উইম্বলডন ও অলিম্পিকে সোনা জেতা মারে ১২টি ইভেন্টের ১১টিতেই ফাইনালে ওঠেন। ব্যক্তিগত রেকর্ড সংখ্যক ৭৩টি ম্যাচ জেতেন তিনি।