ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত মসুল শহর শিগগিরই মুক্ত হবে বল মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মসুল শহরের পূর্বের যুদ্ধক্ষেত্র পরিদর্শনকালে সেখানকার অধিবাসীদের তিনি বলেছেন, খুব শিগগিরই আপনাদের স্বাধীনতা এনে দেব। আইএসের উদ্দেশে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, বেঁচে থাকতে চাইলে অস্ত্র পরিত্যাগ করুন।
সরকারি বাহিনীর প্রতি আবাদি বলেছেন, আমরা কোনভাবেই পশ্চাদপসরণ করব না ও ভেঙে পড়ব না। দুই বছরেরও বেশি সময় ধরে মুসল শহর আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার সরকারিবাহিনী মসুল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে হাম্মাম আল-আলির নিয়ন্ত্রণ নেয়। লেফটেন্যান্ট জেনারেল রাইদ শাকিন জাওদাত বলেছেন, শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএস পুরোপুরি বিতাড়িত হয়েছে কি না সেটি জানাননি তিনি।