উত্তর-পূর্ব বঙ্গোপাসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সীতাকুণ্ডের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে। সকাল ৬টার দিক থেকে উপকূল অতিক্রম শুরু করেছে নিম্নচাপটি।
আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।
একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।