মুমিনুলের অভিমান!

মুমিনুলের অভিমান!

74গায়ে টেস্ট ক্রিকেটের ট্যাগ থাকলেও ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুমিনুল হকের; কিন্তু সময়ের ব্যবধানে এখন শুধু টেস্ট দলেই ডাক পান তিনি। অথচ সীমিত ওভারের ম্যাচে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। তারপরও নির্বাচকরা তাকে শুধু টেস্ট খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন।

প্রকাশ না করলেও এটাই তার অভিমানের মূল কারণ। আক্ষেপ করেই জানালেন, নিজেকে প্রমাণ করার কিছু নেই তার, তার ওপর থেকে সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছেন।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে রাজশাহী কিংস। অনুশীলন শেষে মুমিনুল বলেন, ‘আমার কোনো চাপ নেই। কারণ আমার হারানোর কিছু নাই। আপনারা সবাই জানেন আমি টেস্ট খেলোয়াড়, তাই আমার হারাবার কিছু নাই, আর প্রমাণ করারও কিছু নাই। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করার চেষ্টা করবো।’

টেস্ট খেলোয়াড় ট্যাগটা নিজে থেকে নেননি মুমিনুল। এ বিষয়টা তিনি বিশ্বাসও করেন না। সীমিত ওভারের ম্যাচে ভালো খেলার সামর্থ্য রয়েছে বলে জানান তিনি। তাই শুধু নিজের সামর্থ্য প্রমাণের জন্যই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন এ তারকা।

‘আপনি মনে করেন আমি টেস্ট খেলোয়াড়। তাই আমি পারবো কি পারবো না এ নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনার বিশ্বাসটা থাকতে হবে, মানুষের সবচেয়ে বড় জিনিস বিশ্বাস, ঈমান। ইসলামে বলা হয়, যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আমি যে সংস্করণেই খেলি আমার বিশ্বাস আছে, আমি সেই বিশ্বাস নিয়েই খেলবো। আমি শুধু আমার সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করবো।’

উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছেন মুমিনুল। নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মুমিনুলের রাজশাহী।

খেলাধূলা