‘বঙ্গবন্ধুকে হত্যার পর একজন বাঙালি হিসেবে আমরা তা মেনে নিতে পারিনি। তাই সেদিন গ্রেপ্তার করেছিলাম জিয়াউর রহমান ও মোস্তাক আহমেদকে। বঙ্গবন্ধুকে হত্যায় সম্পৃক্ততার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপর শুরু হয় কাউন্টার ক্যু ও পাল্টা ক্যু। আমিও সেদিন গ্রেপ্তার হয়েছিলাম। জেল খেটেছিলাম। আজ প্রধানমন্ত্রী যেখানে বসবাস করেন। সেখানে আমাদের জন্য সাব জেল করা হয়েছিল।’
এ স্মৃতিচারণ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলামের।
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের হাতিরবাগান মাঠে উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আরো ছিলেন জাতীয় সংসদের হুইপ নুর ই আলম চৌধুরী লিটন এমপিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা।
সম্মেলনে এনায়েত হোসেন হাওলাদারকে সভাপতি ও আকরাম খানকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।