জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

47চুয়াডাঙ্গার জীবননগর তিনটি যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার ১০টার দিকে উপজেলার মনোহরপুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাস ও আলমসাধুর (স্যালো ইঞ্জিনচালিত যান) মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, এতে ঘটনাস্থলেই আলমসাধু চালক অজ্ঞাত (৪০) নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর যাত্রীবাহী বাসের হেলপার মহেশপুর উপজেলার কেশচন্দ্রপুর গ্রামের স্বপন মিয়ার (২৮) মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ও দামুড়হুদা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় ২১ জন বাসযাত্রীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।

গুরুতর আহতরা হলেন- আনিসুর রহমান (৪০), নাজমুল হক (২০), আব্দুল কুদ্দুস (৫০), স্বপন মিয়া (৩৫), জোৎস্না খাতুন (৫০), শ্যামলী (২২), আব্দুস সাত্তার (৪০), রেবেকা পারভীন (৩১), জাহানারা খাতুন (৩৫), আসাদুল হক (৩২), শাপলা বেগম (২৫), খোকন মিয়া (৪০), আবুল কাশেম (৬৭)।

এদের মধ্যে পরে আনিসুর রহমান, রেবেকা পারভীন ও খোকন মিয়াকে মুমূর্ষু অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায়, ঢাকা থেকে দর্শনার অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী কোচ পূর্বাশা পরিবহন মনোহরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শাপলা পরিবহন ও একই দিক থেকে আসা আলমসাধুর মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধু চালকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেবার পর পূর্বাশা পরিবহনের হেলপার স্বপন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে।

জেলা সংবাদ