জেল হত্যাকান্ডে মোশতাক-জিয়া, অভিযোগ মহিউদ্দিনের

জেল হত্যাকান্ডে মোশতাক-জিয়া, অভিযোগ মহিউদ্দিনের

চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যারা ১৫ আগস্ট আর ৩ নভেম্বর ঘটিয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা এখন আবার তৎপর হয়ে উঠেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আর অগ্রযাত্রা বন্ধ করতে চায়। এজন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা আরেকটি ১৫ আগস্ট আর ৩ নভেম্বর ঘটাতে চায়।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে জেলহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে আবারও পাকিস্তান বানানোর জন্য খন্দকার মোস্তাক এবং জেনারেল জিয়া মিলে পরিকল্পনা করে জেলের ভেতরে চার জাতীয় নেতাকে হত্যা করেছিল। কিন্তু আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আর জনগণের আত্মত্যাগের জন্য মোস্তাক-জিয়ার পরিকল্পনা সফল হয়নি।

‘এখন নতুন করে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা যাতে জিততে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। তাদের শিকড় উপড়ে ফেলতে হবে। ’ বলেন মহিউদ্দিন।

সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, যারা ১৫ আগস্ট আর ৩ নভেম্বর ঘটিয়েছিল তারাই ২১ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে জঙ্গিবাদ তৈরি করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। এই লড়াই সফল করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, উপ দফতর সম্পাদক জহরলাল হাজারী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা।

Featured রাজনীতি শীর্ষ খবর