মাসব্যাপী সফরে ঢাকা ছাড়ছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। আগামী ৪ এপ্রিল ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। সেখান থেকে নিউইয়র্ক ও রিয়াদ সফরেরও পরিকল্পনা রয়েছে তার।
পারিবারিক সূত্র জানিয়েছে, আসন্ন সফরে লন্ডন-নিউইয়র্ক-রিয়াদে প্রবাসীদের কয়েকটি অনুষ্ঠানে যোগদান, চোখের চিকিৎসা ও লন্ডন প্রবাসী মেয়ের সঙ্গে সময় কাটাবেন নাজমুল হুদা। তবে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎই তার মূল উদ্দেশ্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মূলত চোখের চিকিৎসা জন্যই যাচ্ছি। মেয়ের সঙ্গেও কিছু দিন কাটাবো। এছাড়া আমার এলাকার প্রবাসীদের কিছু অনুষ্ঠানেও যোগ দেওয়ার ইচ্ছা আছে।’
তারেক রহমানের সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই তার সঙ্গে দেখা করার সুযোগ নেওয়ার চেষ্টা করবো। তবে তিনি অসুস্থ। সময় দিতে পারবেন কি না জানি না।’
আগামী ৪ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার পর সেখান থেকে ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন নাজমুল হুদা। সেখানে ৮ এপ্রিল ঢাকা জেলা ইউএসএ অ্যাসোসিয়েশন কর্পোরেট এর স্বাধীনতা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দোহার, নবাবগঞ্জ, ধামরাই ও কেরানীগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসীরা ওই অনুষ্ঠানের আয়োজক।
নিউইয়র্ক থেকে ১১ এপ্রিল লন্ডনে ফিরে চোখের চিকিৎসা নেবেন নাজমুল হুদা। সেখানে মেয়ের সঙ্গে কিছু দিন কাটানোরও পরিকল্পনা রয়েছে তার।
এখান থেকে ২১ এপ্রিল রিয়াদে বসবাসকারী ঢাকা জেলাবাসীর এক অনুষ্ঠানে মিলিত হবেন হবেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই দলে কোণঠাসা অবস্থায় রয়েছেন নাজমুল হুদা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কারও করা হয় তাকে। সম্প্রতি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে বিএনপির মঞ্চে দেখা গেলেও দলের পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা এখনো দেওয়া হয়নি। এ সমস্যা থেকে উত্তোরণের জন্যই তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে তার পরিচিত মহলে গুঞ্জন চলছে।