বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘সরকার সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু অনৈতিকই নয়, দেশবাসীর পকেট কাটার শামিল।’
তিনি বলেন, ‘জনগণের ন্যূনতম বিদ্যুৎ চাহিদা পূরণ না করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণ মানতে পারে না। কারণ, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব ধরনের উৎপাদন মূল্য বেড়ে যাবে। জনজীবনে নেমে আসবে চরম দুর্ভোগ। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে।’
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা সমাধানের দাবিতে ন্যাপের মানববন্ধনে আরো বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম-মহাসচিব এম. এম. আমিনুর রহমান, নগর সভাপতি মো. নুরুল কবির ভুইয়া পিন্টু, জাগপার নগর সভাপতি আসাদুর রহমান খান, বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়াম সদস্য সুব্রত বাররী, যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, জাতীয় শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শেখ নাসির, জাতীয় ছাত্রদল আহ্বায়ক এম.এন. শাওন সাদেকী, নগর সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, যুগ্ম-সম্পাদক মো. শামিম ভুইয়া, সম্পাদক আমিনা খাতুন মনি প্রমুখ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. শহীদুন্নবী ডাবলু।