চলতি বছরেও বৃটেনে এশিয়ার শীর্ষ ধনী লক্ষ্ণী মিত্তাল

চলতি বছরেও বৃটেনে এশিয়ার শীর্ষ ধনী লক্ষ্ণী মিত্তাল

মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমলেও চলতি বছরও বৃটেনে বসবাসরত এশিয়ার ধনীদের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্টিল টাইকুন নামে পরিচিত লক্ষ্ণী মিত্তাল ও তার পরিবার।

যদিও আগের বছরের চেয়ে ২০১২ সালে তাদের মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন পাউন্ড কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডে।

যুক্তরাজ্য ভিত্তিক এশিয়ান মিডিয়া অ্যান্ড পাবলিকেশন গ্রুপ (এএমজি) প্রকাশিত ইস্টার্ন আই শীর্ষক চলতি বছর এশিয়ার সেরা ১০১ ধনীর তালিকা অনুযায়ী এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির এডিটর ইন-চিফ রামনিখিল সোলাঙ্কি যুক্তরাজ্যে এশিয়ান বিজনেস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই তালিকা প্রদর্শন করেন।

তালিকার দ্বিতীয় অবস্থানেই রয়েছে ভারতেরই প্রতিষ্ঠান দ্যা হিন্দুজাস এর মালিক এস পি হিন্দুজা। তার মোট সম্পদ আগের বছরের চেয়ে ৫’শ মিলিয়ন বেড়ে চলতি বছর দাঁড়িয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। গত বছরের চেয়ে এ বছরে তার সম্পদের পরিমাণ আগের বছরের চেয়ে ১ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ বিলিয়ন পাউন্ডে।

আন্তর্জাতিক