ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখাটার স্কেলে এ ভূমকম্পনের তীব্রতা ছিলো ৫ দশমিক ৪। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
আন্তর্জাতিক সময় মান রোববার (৩০ অক্টোবর) দিনগত রাত ১২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২০ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির গ্রানাডা শহর থেকে ৮২ কিলোমিটার পশ্চিমে এবং নেইভা শহর থেকে ১০৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হনে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।