সারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ শুরু

সারাদেশে ৪০০ ইউপিতে ভোটগ্রহণ শুরু

up-electionঢাকা: বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আগের কয়েক দফায় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার।

এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপিতে ভোটগ্রহণ চলছে।

এদিকে, এসব ইউপির মধ্যে বিলুপ্ত ২২টি ছিটমহলেও প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচন সুষ্ঠু করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।

গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে দেশের নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Featured বাংলাদেশ শীর্ষ খবর