উত্তর কোরিয়ার রকেট ভূপাতিত করার হুমকি দিলো জাপান

উত্তর কোরিয়ার রকেট ভূপাতিত করার হুমকি দিলো জাপান

আকাশসীমা লঙ্ঘন করলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। আগামী মাসে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনাকে সামনে রেখে জাপানের প্রতিরক্ষমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে এ নির্দেশ দেন।

শুক্রবার জাপানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকের পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী নয়কি তানাকা জানান কোনো রকেট জাপানের আকাশসীমা লঙ্ঘন করলেই তা ধ্বংস করা হবে।

এপ্রিলের সম্ভাব্য রকেট উৎক্ষেপণে উত্তর কোরিয়ার প্রস্তুতি চলতে থাকার প্রেক্ষিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা পরিস্থিতিকে আরো উত্তেজনার দিকে ঠেলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একটি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত তঙ চ্যাঙ রি উৎক্ষেপণস্থলকে ঘিরে কর্মতৎপরতা শুরু হয়েছে।

উত্তর কোরিয়ার এ প্রস্তুতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও জাপান ও দক্ষিণ কোরিয়া দাবি করছে উপগ্রহ পাঠানোর আড়ালে আসলে উত্তর কোরিয়া তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। তবে উত্তর কোরিয়া দাবি করছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পৃথিবীর কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্যই তারা এই রকেট উৎক্ষেপণ করবে।

শুক্রবার এই ঘোষণা দেওয়ার আগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহেও দেশের সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।

উনহা ৩ নামের উত্তর কোরিয়ার এই রকেট জাপানের পশ্চিমাঞ্চলীয় আকাশকে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারিগরি ত্রুটি এবং অন্য যে কোনো কারণে উড্ডয়নে ব্যর্থ হলে রকেটটি জাপানে ভূপাতিত হয়ে জানমালের ক্ষতি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় জাপান প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগরে এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। এছাড়া ওকিনাওয়া দ্বীপেও ভ্রাম্যমাণ প্যাট্রয়টিক ক্ষেপণস্ত্র ব্যাটারি স্থাপন করা হবে।

জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও হুমকি দিয়ে বলেছে উত্তর কোরিয়ার রকেট দক্ষিণ কোরিয়ার আকাশসীমা অতিক্রম করলে উত্তর কোরীয় রকেটকে ভূপাতিত করা হবে।

আন্তর্জাতিক