ইসলাম ধর্মে নারীর সম্পদের হিসাব বা অংশ:-

ইসলাম ধর্মে নারীর সম্পদের হিসাব বা অংশ:-

monir.pctইসলাম ধর্মে নারী জাতিকে মহান আল্লাহু তায়ালা বিভিন্নভাবে সন্মানিত করেছেন।মায়ের পদতলে সন্তানের জান্নাত ঘোষনা দিয়েছেন।মাকে সন্তুষ্ট রাখা প্রতিটি সন্তানের একান্ত দায়িত্ব।ইসলাম ধর্মে ছেলে সন্তানকে স্ত্রীর চেয়ে মাকে অনেক বেশী গুরুত্ব দিতে বলেছেন। কোন মুসলমান যদি আল্লাহু তায়ালার হুকুম মান্য না করে, তাহলে আল্লাহু তায়ালা পরকালে শাস্তির ঘোষনা দিয়েছেন।ইসলাম ধর্মে নারীর সরচেয়ে বড় সম্পদ তার সন্তান, তার পরে সে স্বামীর সম্পদ থেকে, পিতার সম্পদ থেকে, মাতার সম্পদ থেকে, নানার সম্পদ থেকে, নানীর সম্পদ থেকে অবশ্যই অংশ পায়।তাছাড়া নারীর ভাইয়ের বা বোনের যদি সন্তান না থাকে বা ছেলে সন্তান না থাকে বা মা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায় তবে তাদের সম্পদের অংশ পায়।অধিকন্তু বিয়ের পর নারীর ভরন পোষনের (থাকার ঘর, পড়ার কাপড় ও খারাব দাবাড়) সম্পুর্ন দায়িত্ব স্বামীর।

অন্যান্য ইসলামী জগত সম্পাদকের কলাম