সোমবার থেকে ৪কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন

সোমবার থেকে ৪কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪কোম্পানির শেয়ার সোমবার থেকে স্পট মার্কেটে ব্লক/ওড লটে লেনদেন শুরু হবে। কোম্পানি চারটি হলো- বিকন ফার্মা, ইসলামিক ইন্সুরেন্স, সিটি ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার আগামী ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এরপর রেকর্ড ডেট থাকার কারণে আগামী ৫ মার্চ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

উল্লেখ্য, বিকন ফার্মা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিকন ফার্মার অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ এর অনুমোদিত মূলধন ২৫০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করেছিল এসইসির কাছে। কিন্তু এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা এসইসি সম্মতি দেয়নি। তবে এসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে অফিস স্পেস ক্রয়ের ব্যাপারে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য ৩ মাসের গড় বাজার মূল্যে সাধারণ শেয়ার ইস্যু করার পরামর্শ দিয়েছে।

এরই ধারাবাহিকতায় কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ হাজার বর্গফুট জায়গা ৮০ কোটি টাকায় (প্রতি বর্গফুট ৩২ হাজার টাকা) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিকন ফার্মার পরিচালনা পর্ষদ বাজারে ২ কোটি ১৫ লাখ ৮ হাজার সাধারণ শেয়ার ছাড়ার পরিবর্তে ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৯ টাকা।

বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির ষষ্ঠ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উত্থাপন করা হবে। কোম্পানির ইজিএম আগামী ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় ময়মনসিংহ জেলার ভালুকার কাঠালতলিতে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ইসলামী ফিন্যান্স: ইসলামী ফিন্যান্স’র কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ৯৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৬ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ এপ্রিল বেলা ১১টায় এনএলআই অডিটোরিয়াম, এনএলআই টাওয়ার, ৫৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

উত্তরা ব্যাংক: উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট আয় ১৬৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার, শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ৭৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫২ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৪ মে বেলা ১১টায় রাঙামাটি ওয়াটার ফ্রন্ট, সিনাবোহো বাজার, শফিপুর, গাজীপুর ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি থেকে ৬০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিটি ব্যাংক: সিটি ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ০৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৪ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে বিকেল ৩টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-০২, ব্লক- সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

অর্থ বাণিজ্য