রাজশাহীতে মার্চ মাসে ৬৮ জন নির্যাতনের শিকার

রাজশাহীতে মার্চ মাসে ৬৮ জন নির্যাতনের শিকার

রাজশাহী মহানগর ও জেলার নয়টি উপজেলায় মার্চ মাসে ৪৮ জন নারী, ১৮টি শিশু এবং দু’জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সোয়া ৯টায় রাজশাহীর বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট- এসিডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় ও জাতীয় সংবাদপত্রসমূহ এবং এসিডির নিজস্ব প্রাপ্ত তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে এই জরিপ পরিচালিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসিডির ডকুমেন্টেশন সেলের কর্মকর্তা পারভেজ আহমেদ পাপেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী জেলায় মার্চ মাসে নারী নির্যাতনের বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত ৩ মার্চ মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নদীরা (৩০) নামে এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ও পরিবারের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করে।

অপরদিকে বাঘা উপজেলার সীমান্তবর্তী লালপুরের দুড়দুড়িয়া গ্রামের সাবিনা নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তার স্বামী।

চারঘাট উপজেলার জাফরপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণ করে প্রতিবেশী।। এই ঘটনায় চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গত ৯ মার্চ মহানগরীর মেহেরচন্ডী এলাকায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ করে একই এলাকার এক যুবক। শিশুটিকে খেলার নাম করে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ১০ মার্চ মহানগরীর সাহেব বাজার সমবায় মার্কেটের পাশে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক ইকবাল ও দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য সন্ত্রাসী হামলার শিকার হন।

এছাড়া জেলায় গত মাসে ৪৮ জন নারী নির্যাতনের খবর পাওয়া গেছে। এর মধ্যে মহানগরীর চারটি থানায় সংগঠিত হয় ১৬টি। জেলার নয়টি থানায় সংঘটিত হয়েছে বাকি ৩২টি নির্যাতনের ঘটনা।

বাংলাদেশ