আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ১৩ সদস্য আহত, গুলি

আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ১৩ সদস্য আহত, গুলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৩ সদস্য আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত র‌্যাব সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক (ডিএডি) ফজলুল হক (৫৫), উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার (৩৩), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ করিম (৩৫), এএসআই কাজল দাস (৩৩), এএসআই সুলেইমান (৩৭), এসসিপি মো.সহিদ (৩৬), এইচএ আবুল হোসেন (৩০), সিপিএল খান আমির হোসেন (৪০), কনস্টেবল মো.মহিবুর (৩৩), কনস্টেবল মো. মাহাবুব (৩০), কনস্টেবল মো. ইসমাইল (২৮) এবং কনস্টেবল মো. ফরিদুল (২৬)।

আহতরা সবাই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

র‌্যাব, পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতে নূরপুর এলাকার মাদক ব্যবসায়ী বাদলের বাড়িতে মাদক উদ্ধারে যান র‌্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে সেখান থেকে ১৭৪ বোতল ফেন্সিডিল, ১৪ বোতল রিকোডেক্স এবং ৪ বোতল ইলিটেক্স উদ্ধার করেন।

এ সময় বাদলের প্রায় শতাধিক লোকজন হঠাৎ র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় অংশ নেয় নারী মাদক ব্যবসায়ীরাও। তারা র‌্যাবের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি সামাল দিতে র‌্যাব বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তবে মাদক ব্যবসায়ী মো. বাদলের মা জাহেরা খাতুন সাংবাদিকদের কাছে দাবি করেন, র‌্যাব সদস্যদের হামলায় তিনি, তার মেয়ে জাহেরা খাতুন এবং বাদলের স্ত্রী মমতাজ বেগম আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা তাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, রোববার সকালে র‌্যাব সদস্যরা উদ্ধার করা মাদক থানায় জমা দিয়েছে।

এছাড়া সরকারি কাজে বাধা দেওয়া এবং র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ৮-১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ডিএডি কাজী ফজলুল হক।

মামলায় মাদক ব্যবসায়ী বাদলকে প্রধান আসামি করা হয়েছে।

র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লা আল মামুন বলেন, মাদক উদ্ধারের সময় অকস্মাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা চালায় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

বাংলাদেশ