রিও ডি জেনিরো, ১৪ আগস্ট ২০১৬ : ট্র্যাক এন্ড ফিল্ডে প্রথম কোন ব্রিটিশ অথ্যলেট হিসেবে তিনটি অলিম্পিক স্বর্নপদক জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছেন মো ফারাহ। শনিবার রিও অলিম্পিকের ১০ হাজার মিটার ইভেন্টে স্বর্ন পদক জয় করেন ৩৩ বছর বয়সি এই সোমালিয়ায় জন্ম নেয়া ব্রিটিশ অ্যাথলিট।
দৌঁড় শুরু করার পর মাঝপথে ট্র্যাকে পড়ে গিয়েও তার শ্রেষ্টত্ব অর্জন বাধাগ্রস্ত হয়নি। ২৭ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন ফারাহ। এতে কেনিয়ার পল তানুই রৌপ্য ও ইথিওপিয়ার তামিরাত টোলা ব্রোঞ্জ পদক জয় করেন।
আগামী বুধবার ৫হাজার মিটার ইভেন্টে পদক ধরে রাখার মিশন নিয়ে ট্র্যাকে নামবেন ২০১২ লন্ডন অলিম্পিকের স্বর্ন জয়ী এই অ্যাথলেট। তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের জন্য তিনটি অলিম্পিক স্বর্ন পদক জয় করেছি। এখন ৫ হাজার মিটারের স্বর্ন পদক জয় করতে চাই আমার চোট্ট ছেলেটির জন্য।’
ফারাহ যদি ৫ হাজার মিটারেও স্বর্ন পদক জিততে পারেন তাহলে ফিনল্যান্ডের কিংবদন্তি লাস্সে ভিরেনের পর তিনিই হবেন প্রথম কোন অ্যাথলেট যিনি ‘ ‘ডাবল ডাবল’ খেতাবের বিরল গৌরব অর্জন করবেন। ফিনল্যান্ডের দূরপাল্লার দৌড়ের কিংবদন্তি লাস্সে ভিরেন ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ডাবল জেতার পর ১৯৭৬ সালে মন্ট্রিলে দুটোরই শিরোপা ধরে রেখে অনন্য এই কীর্তি গড়েছিলেন।
ইতোমধ্যে গত বছর বেইজিংয়ে সফলতার সঙ্গে বিশ্ব আসরের ১০ হাজার ও ৫ হাজার ইভেন্টের স্বর্ন পদক জয়ের মাধ্যমে ‘ডাবল ডাবল’ খেতাব অর্জন করে নিয়েছেন ফারাহ। এখন রিওতেও সেটি অর্জন করতে চান তিনি।
শনিবার অনুশীলন পার্টনার গালেন রুপের সংস্পর্শে লেগে বিপজ্জনকভাবে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন ফারাহ। কিন্তু সেখান থেকে ওঠে ফের দৌঁড় দিয়ে সবার আগে নির্ধারিত স্থানে পৌছতে সক্ষম হন তিনি।
ফারাহ বলেন, ‘আমি কোনভাবেই হাল ছাড়তে রাজি ছিলাম না। আমি দ্রুত সেখান থেকে উঠে পড়ি। এ সময় আমি আমার পরিবারের কথা ভাবছিলাম। যা আমাকে আবেগ আপ্লুত করে ফেলেছিল। আমার শুধু একটাই চিন্তা ছিল এগিয়ে যাও, এগিয়ে যাও। এ সময় অবশ্য নিজের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসও ছিল।’