ডেসটিনিসহ সব মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির অবৈধ ব্যাংকিং এবং লেনদেন বন্ধ করতে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাল্টিলেভেল মার্কেটিং আইন দ্রুত সংসদে ওঠানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কমিটি।
বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ‘১৭টি এমএলএম কোম্পানি অবৈধ লেনদেনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে। এছাড়া তারা অবৈধ ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি অর্থমন্ত্রী এবং গভর্নরকে চিঠি পাঠাবে।’
তিনি জানান, এমএলএম আইনটি কেন এখনো সংসদে উত্থাপন হয়নি সে বিষয়টি মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে।
কমিটির সভাপতি জানান, ইন্টারনেটের মাধ্যমেও বেশকিছু এমএলএম কোম্পানি সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া কমিটির বৈঠকে আসন্ন রমজানের প্রস্তুতির জন্য নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ১৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্য: সয়াবিন, পামওয়েল, চিনি, চাল, ডাল, গম, ডিম, ছোলা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনো মরিচ, লবণ ও গুঁড়া দুধের দাম স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকেই মন্ত্রণালয়কে কড়া নজরদারির সুপারিশ করা হয়েছে।
বৈঠকে বর্তমানে বেশীভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে থাকলেও ভোজ্য তেলের দাম না কমা এবং ডিমের দাম বেশি হয়ে যাওয়ার কারণ উদ্ঘাটন করে দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য তহুরা আলী, মোঃ আবুল কাশেম, রুমানা মাহমুদ এবং শেখ আফিল উদ্দিন বৈঠকে অংশ নেন।