সেন্ট কিটস, ৬ আগস্ট ২০১৬ : প্রথমে আন্দ্রে রাসেলের চোখ জুড়ানো সেঞ্চুরি ও পরে বল হাতে সাকিব আল হাসানের ৩ উইকেটের কল্যাণে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ফাইনালে উঠেছে জ্যামাইকা তালাওয়াশ। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে বৃষ্টি আইনে জ্যামাইকা ১৯ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।
সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে জ্যামাইকা। এসময় সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ক্রিস গেইল। উপরের সারির সেরা ব্যাটসম্যানদের হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বাঁেধন সাকিব ও রাসেল।
সাকিবের সহায়তায় প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হন রাসেল। ফলে ৪২ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। জুটিতে ৫৩ বলে ১০১ রান যোগ করেন তারা। পাঁচ নম্বরে ব্যাটিং-এ নামা সাকিব ২৩ বলে ১৯ রান করেন। ৩টি চার ও ১১টি ছক্কায় ৪৪ বলে ১০০ রানে ফিরেন রাসেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর পায় জ্যামাইকা। নাইট রাইডার্সের কেভন কুপার ৩টি উইকেট নেন।
জবাবে বৃষ্টির কারনে ম্যাচ জয়ের জন্য ১২ ওভারে ১৩০ রানের টার্গেট পায় নাইট রাইডার্স। কিন্তু সাকিবের বোলিং নৈপুন্যে ৭ উইকেটে ১১০ রান করতে সমর্থ হয় তারা। ২ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারেই সবক’টি উইকেট শিকার করেন তিনি। ২ উইকেট নিয়েছেন রাসেলও। ফলে ম্যাচ সেরার পুরস্কার উঠে রাসেলের হাতে।
আগামী ৭ আগস্ট টুর্নামেন্টের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে জ্যামাইকা।