জয়পুরহাট, ৭ আগস্ট ২০১৬ : জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত বৃক্ষমেলা-২০১৬ জমে উঠেছে। বৃক্ষমেলা প্রাঙ্গন এখন বৃক্ষ প্রেমী ক্রেতাদের পদচারনায় মুখোরিত। গত ৩১ জুলাই ৮ দিনব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এই বনজ ও ফলদ বৃক্ষ মেলার আয়োজন করেছে। বৃক্ষ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ”অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান” । মেলায় অংশ নেয়া বন্ধন নার্সারীর মালিক আরাফত হোসেন বলেন, থাই পেয়ারা, চাইনা থ্রি লিচু, ডালিম, লেবু, লটকোন ফল সহ বিভিন্ন জাতের আমের চারা বেশি বিক্রি হচ্ছে। সাথী নার্সারীর মালিক আবুল হাসনাত জানান, আমের চারার পাশাপাশি বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা বিক্রি হচ্ছে। নার্সারী গুলোতে বৃক্ষের জাত ভেদে ১০ টাকা থেকে শুরু করে ৭শ টাকা পর্যন্ত প্রতিটি চারা বিক্রি করছেন নার্সারী মালিকরা। জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারীর ৩৫ টি স্টল স্থান পেয়েছে। বনজ ও ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃক্ষমেলা উপলক্ষে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারাও বিতরন করা হচ্ছে। বৃক্ষ মেলার উদ্বোধন করেছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। আগামী ৯ আগষ্ট এ বনজ ও ফলদ বৃক্ষমেলা শেষ হবে বলে জানান আয়োজকরা।