ট্রেড ফাইনান্সিংয়ের (বাণিজ্য অর্থায়ন) জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সকালে সচিবালয়ে ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসকেল লামির সঙ্গে বৈঠকে এ সহায়তা চান অর্থমন্ত্রী।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারের জন্য বাণিজ্য অর্থায়ন জরুরি।’
ডব্লিউটিওর অর্থ নেই, তাহলে সংস্থাটি কিভাবে অর্থায়ন করবে প্রশ্ন করলে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘ট্রেড ফাইনান্সিংয়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক যাতে সহায়তা করে সে ব্যাপারে উদ্যোগ নেবে বিশ্ব বাণিজ্য সংস্থা।’
তিনি জানান, বর্তমানে বাণিজ্য অর্থায়নে আইডিবি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। তাদের সুদের হার বেশি।